Monthly Archives: ফেব্রুয়ারি 2014

সুন্দরবনে শিয়াল পন্ডিত ও বাঘ

আদর্শ পোস্ট ফরম্যাট

সুন্দরবনে শিয়াল পন্ডিত ও বাঘ
‘বনের পন্ডিত’ খ্যাত শিয়াল আজ বাঘের গুহার সামনে হাজির হয়েছে। সে ভাবছে বাঘ মামাকে ডাকবে নাকি! কারন সারারাত শিকার করে এখন বাঘের ঘুমানোর সময়। তবে বনের ভেতর বাঘের সাথে সবচেয়ে বেশি খাতির হলো শিয়ালেরই!! সেই সাহসেই সে এসেছে বাঘকে ডাকতে!!!

তো শিয়াল বুকে সাহস সঞ্চয় করে হাঁক দিলো, “মামা! ও মামা! জেগে আছো নাকি?”

ভেতর থেকে গমগম সরে আওয়াজ আসলো, “কে রে? কে ডাকে?”

– আমি মামা!! তোমার একমাত্র ভাগ্নে!!! Read the rest of this entry

Advertisements